খুবই লাজুক আর শান্ত শিষ্ট স্বভাবের মেয়ে স্বাদমীন। বাবা’র খুব আদরের মেয়ে ছিল। পড়াশুনায় বরাবরই ভাল; তাই বাবা স্বপ্ন দেখতেন মেয়ে বড় হয়ে ডাক্তার হবে।
কিন্তু বাবা’র স্বপ্ন পূরণের আগেই দুঃস্বপ্নের মত বাবা হারিয়ে যান ওর জীবন থেকে আজীবনের জন্য। বাবা বেঁচে থাকতে ওদের আর্থিক অবস্থা মুটামুটি ভাল ছিল। বাবা’র মৃত্যুর পর সবকিছু উলটপালট হয়ে যায়।
মা সামান্য বেতনে একটা স্কুলে চাকুরী করেন, সেই টাকা দিয়ে ঢাকা শহরে জীবনযাপন খুবই কষ্টের। তবে তিনি চেষ্টা করে যাচ্ছেন, মেয়ের পড়াশুনায় যেন কোন ক্ষতি না হয়। স্বাদমীন এবার SSC পরীক্ষায় GPA-5 পেয়েছে।
আমরা, Moral Parenting Trust স্বাদমীনের পাশে আছি, থাকব যতদিন প্রয়োজন হয়। স্বাদমীনের Moral Parent কানাডা প্রবাসী আমাদের এক বোন।
Dear Sadmin,
Hopefully everything goes well with you and your family. Due to some inconvenience I could not connect with you regularly but my best wishes and dua will always be with you.