গত দুই বছরের ন্যায় এবারও আমরা “শীতবস্ত্র উপহার” কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এই শীতবস্ত্র উপহার কার্যক্রমকে গতানুগতিক ভাবে না করে একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করি। এই কাজের স্বচ্ছতা, যথার্থতা এবং মোরাল প্যারেন্টিং এর মূল কন্সেপ্টের সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্টটি এভাবে সাজানো হয়েছেঃ
** Moral Parenting এর ভার্সিটি পর্যায়ের মোরাল চিল্ড্রেনরা তাদের নিজ গ্রামের সবচেয়ে দরিদ্র ১০ জনের (শিশু ও বৃদ্ধ) তালিকা আমাদের কাছে পাঠায়।
** প্রাপ্ত প্রপোজালের যথার্থতা যাচায় সাপেক্ষে আমরা সেই প্রজেক্টের জন্য শীতবস্ত্র কেনার জন্য ডোনেশন সংগ্রহ করি। যারা এরকম উপহার কখনও পাইনি তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
** একটি প্রজেক্টের জন্য ডোনেশনের পরিমান ৫২০০ টাকা। (কাপড় কেনা ৫০০০ + অন্যান্য খরচ ২০০)।
** কোন প্রজেক্টে ডোনেশন পেলে তা দিয়ে উক্ত মোরাল চাইল্ড উল্লেখিত মানুষদের পছন্দমত রঙ, সাইজ অনুযায়ী নতুন শীতবস্ত্র কিনে দিবে। সম্ভাব্য ক্ষেত্রে তারা নিজেরা দোকানে গিয়ে নিজেদের কাপড় পছন্দ করে নিবে।
** আপনি যে প্রজেক্টের জন্য টাকা দিবেন সেই মানুষগুলো জানবে যে আপনি এটা তাদের উপহার হিসাবে দিয়েছেন; কোন দান বা অনুগ্রহ নয়।
** কাজ শেষে মোরাল চাইল্ড তার কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট (বিবরণ, হিসাব,গ্রহিতার ঠিকানা, ছবি) দাতার কাছে ইমেইলে পাঠাবে।
এই প্রজেক্ট মূলত দুটি উদ্দেশ্যে পরিচালিত হয়ঃ এক- প্রকৃত দুস্থ মানুষকে তার জন্য উপযুক্ত শীতের কাপড় উপহার দেওয়া। দুই- আমাদের মোরাল চিলড্রেনদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা।
গত বছর এই কাজ করতে গিয়ে আমাদের মোরাল চিল্ড্রেনরা অনেক মর্মস্পর্শী এবং আনন্দদায়ক ঘটনার সাক্ষি হয়েছিল। আশাকরি এবারও কাজটা সফল ভাবে করতে পারব; এবং কিছু প্রকৃত শীতার্ত-দুস্থ মানুষের উপকার করতে পারব। আপনি অর্ধেক, এক বা একাধিক গ্রুপকে শীতবস্ত্র উপহার দিতে পারেন; ২৬০০ টাকার গুণিতক যে কোন এমাউন্ট ডোনেট করতে পারেন।
Very impressive humanitarian project. We all should come forward and support to this noble work. Regards, Dr. SAM Al-Arabi