রিসার্চ এর হাতে খড়ি এবং বিদেশে উচ্চ শিক্ষা !
আমাদের মোরাল চিলড্রেনরা খুবই মেধাবী; তারা প্রতিকূল অবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে চমৎকার ফলাফল করছে। এদের অনেকেই রিসার্চ করতে চায় এবং বিদেশে উচ্চশিক্ষা গ্রহনে আগ্রহী। বিদেশে শিক্ষা বৃত্তি পেতে ভাল রেজাল্টের পাশাপাশি কিছু জার্নাল পেপার থাকা জরুরী। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় গুলোতে রিসার্চ নিয়ে সঠিক দিক নির্দেশনার অভাব রয়েছে।
আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের মোরাল চিলড্রেনদের কে রিসার্চ শেখানো এবং বিদেশে শিক্ষা বৃত্তি প্রাপ্তিতে সহায়তার উদ্দেশ্যে MPF Research Team গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিম্নলিখিত কার্যক্রম গ্রহন করা হচ্ছেঃ
১ম ধাপঃ অনলাইন সেমিনারের মাধ্যমে হাতে কলমে রিসার্চ এর বিভিন্ন বিষয় শেখানো ( রা বি এর স্বনামধন্য গবেষক প্রফেসর ইয়েমিন এটির নেতৃত্ব দিচ্ছেন। সারাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোরাল চাইল্ড রা এতে অংশগ্রহণ করছে)
২য় ধাপঃ বিভিন্ন বিষয়ে গ্রুপ ভিত্তিক টপিক নির্ধারণ করে রিসার্চ করা (বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের / বিষয়ের শিক্ষার্থীদের নিয়ে গ্রুপ করা হচ্ছে )
৩য় ধাপঃ গ্রুপ ভিত্তিক পেপার লেখা এবং তা সুপারভাইজরের যাচায় বাছায় শেষে বিভিন্ন জার্নালে পাব্লিশ করা (সুপারভাইজারঃ প্রফেসর ইয়েমিন, ড. মাহবুব এবং আগ্রহী মোরাল প্যারেন্ট )
৪ র্থ ধাপঃ বিদেশে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি সংগ্রহে সহায়তা করা (দেশী বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিসার্চার / শিক্ষক মোরাল প্যারেন্ট গন এতে সহায়তা করবেন)
আমাদের ৫০০ মোরাল প্যারেন্টের মধ্যে ২০০ এর উপরে মোরাল প্যারেন্ট পিএইচডি করেছেন বা করছেন; অনেকে আন্তর্জাতিক ভাবে নামকরা রিসার্চার। আমরা তাঁদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের মোরাল চিলড্রেনদের রিসার্চ এর বিষয়ে সাহায্য করে তাদের জীবন পরিবর্তনের উপলক্ষ্য হোন!
আমাদের স্বপ্নঃ MPF Research Team একদিন দেশের অন্যতম বড় রিসার্চ গ্রুপ হবে-;অসংখ্য ছেলেমেয়ে আন্তর্জাতিক পর্যায়ে নাম করা রিসার্চার হবে, ইনশাআল্লাহ্ !