What is Moral Parenting ?
In this trust, we collect and distribute scholarship for the students and look after the students by local volunteer (usually Teacher) and send report to Moral Parent Regularly.
Who are Moral Child?
How can you select the students to be Moral Children ?
যাকাতের টাকা Moral Parenting এ দেওয়া যাবে কি ???
মোরাল প্যারেন্টিং এর কন্সেপ্ট একটি ভাল উদ্যোগ। যাকাত বণ্টনের ৮ টি খাতের মধ্যে প্রধান দুটি খাত গরীব-মিসকীন। তাই এ যাকাতকে যদি জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করণ হিসেবে গরীব ছাত্রদেরকে বৃত্তি হিসেবে প্রদান করা হয় এতে করে যাকাত আদায় হয়ে যাবে। সেটা দ্বীনী জ্ঞান হোক কিংবা দুনিয়াবী কল্যাণকর কোন জ্ঞান হোক। মোরাল প্যারেন্টিং যে কন্সেপ্ট নিয়ে কাজ করে সেটা যাকাতের মূল উদ্দেশ্যের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। তাই যাকাতের টাকা মোরাল প্যারেন্টিং এর মাধ্যমে ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়ার উপযুক্ত স্থান। তবে নিম্নোক্ত শর্ত গুলো পালন করতে হবেঃ
১) যাকাতের টাকায় কোন নন-মুসলিম ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া যাবে না।
২) স্টুডেন্ট যে পরিমান বৃত্তি পাবে সেই পরিমান টাকার যাকাত হিসাব করতে হবে; বাকি টাকা (ট্র্যান্সফার চার্জ, ভলেন্টিয়ার সম্মানী, এডমিন খরচ) আলাদা হিসাবে ধরতে হবে।
৩) স্টুডেন্টের জন্য এক বছরের টাকা একবারে (মালিকানা ছেড়ে) মোরাল প্যারেন্টিং ফান্ডে জমা দিতে হবে। স্টুডেন্টকে দুই মাস পর পর বৃত্তি দেওয়া যাবে।
৪) স্টুডেন্ট যদি মোরাল প্যারেন্টিং এর শর্ত ভংগ করে তাহলে তার বৃত্তি বাতিল করে সেই টাকা অন্য স্টুডেন্টকে দেওয়া যাবে (পূর্বেই সেটা স্টুডেন্টকে জানাতে হবে), তবে যেটা অলরেড়ি দেওয়া হয়েছে সেটা নিয়ে তাকে কোন জবাবদিহি করা যাবে না।
(রেফারেন্স সহ পুরা লেখাটি দেখতে চাইলে ম্যাসেস এ চাইতে পারেন।)
রেফারেন্সঃ
শাইখ মুহাম্মদ নূরুল্লাহ্ তারীফ
ইসলামিক ইউনিভার্সিটি মদিনা বর্তমানে,
পি.এইচ.ডি গবেষক, কিং সউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদি আরব