স্বাবলম্বী প্রজেক্ট

স্বাবলম্বী প্রজেক্ট

আমাদের মোরাল চিল্ড্রেনদের (নৈতিক সন্তান) জীবন সংগ্রামের জীবন! দরিদ্রতার সাথে সংগ্রাম করে ওদের পড়াশুনা চালিয়ে নিতে হয়। অনেকেই আবার নিজের খরচ চালানোর পাশাপাশি সংসারেও খরচ দেয়।  এরা কেও টিউশনি করে, কেও অন্যের জমিতে কাজ করে, কেও ভ্যান চালায় আবার কেও সংসারের কাজে সাহায্য করে।

এসব কাজ করে হয়ত সমস্যার সাময়িক কিছুটা সমাধান হয় কিন্তু এটি কোন স্থায়ী সমাধান নয়। ওদেরকে যদি কিছু আর্থিক সহায়তা এবং সঠিক নির্দেশনা প্রদান করা যায় তাহলে এরা হয়ত আত্মনির্ভরশীল হতে পারবে। আবার, পড়াশুনা শেষ করে এরা সবাই যে চাকুরী পাবে এমন নিশ্চয়তাও নেই। তাই পড়াশুনার পাশাপাশি এদের যদি কিছু কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তা হয়ত ওদের ভবিষ্যৎ উদ্যোগতা হওয়ার সম্ভাবনা তৈরি করবে।

অন্যদিকে, আমাদের মধ্যে অনেকেই নিয়মিত বৃত্তির পাশাপাশি এককালীন অর্থ দান করতে চান। যাকাত বা অন্য অর্থ দান করার জন্য উপযুক্ত এবং বিশ্বস্ত স্থান খোঁজেন।

উপরোক্ত উপলব্ধির আলোকে মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ২০২১ সাল থেকে “স্বাবলম্বী”  নামে একটি প্রজেক্ট চালু করেছে। ২০২১-২২ সালে মোট ১৫০ টি প্রজেক্টে টাকা দেওয়া হয়েছিল, এর মধ্যে ১২০ এর বেশি প্রজেক্ট খুব ভাল করেছে; তারা তাদের প্রাথমিক মূল্ধন কে ৩ থেকে ৮ গুন পর্যন্ত বৃদ্ধি করতে সফল হয়েছে; এবং স্বাবলম্বী হয়েছে।

২০২৩ সালের জন্য আবার প্রজেক্টে ফান্ড সংগ্রহ শুরু হয়েছে।  এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হলোঃ

  • এবছর দুই ধরনের প্রজেক্টে সহায়তা দেওয়া হবেঃ নতুন প্রজেক্ট এবং গত বছরের প্রজেক্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
  • মূলত ভার্সিটি পর্যায়ের মোরাল চিলড্রেন তাদের পছন্দ মত প্রজেক্ট প্রপোজাল লিখে ফান্ডের জন্য আবেদন করে।  
  • সম্ভাব্য সকল উপায়ে প্রস্তাবিত প্রজেক্টের সত্যতা, উপুযুক্ততা এবং সম্ভাবনা যাচায় করা হয়।
  • বাছায়কৃত প্রজেক্টের জন্য অনুদান (নতুন প্রজেক্টে ৯২০০ এবং পুরান প্রজেক্টে ৬২০০ টাকা) প্রদানের অনুরোধ করা হয়।
  • প্রজেক্টের মূল কাজ মোরাল চাইল্ড তার পরিবারের সদস্যের মাধ্যমে পরিচালনা করে এবং তা মনিটরিং করার জন্য আমাদের পক্ষ হতে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়।
  • দাতা কে তার প্রজেক্টের সকল তথ্য দেওয়া হয়; এছাড়া মোরাল চাইল্ড এক বছর পর্যন্ত (প্রতি ২ মাস পরপর) তার প্রজেক্টের অগ্রগতির প্রতিবেদন আমাদেরকে এবং ডোনার কে পাঠায়।
  •  ডোনারের দেওয়া পুরা টাকাটাই প্রজেক্টে দেওয়া হবে, তবে এক বছর পর্যন্ত দেখাশুনা করার জন্য প্রতি প্রজেক্টের জন্য ২০০ টাকা সার্ভিস চার্জ এক্সট্রা দেওয়ার অনুরোধ করা হয়।
  • আপনি এক বা একাধিক প্রজেক্টে অনুদান দিতে পারেন; অর্থাৎ আপনি ৪৫০০ বা ৩১০০ এর গুণিতক যে কোন এমাউন্ট দান করতে পারেন।
  • স্বাবলম্বী প্রজেক্ট সম্পর্কে যে কোন কিছু জানতে বা পরামর্শ দিতে  [email protected] এ ইমেইল করতে পারেন।

বর্তমানে (ডিসেম্বর ২০২২) ১৫০ টি স্বাবলম্বী প্রজেক্ট চালু রয়েছে।

শীতবস্ত্র উপহার

শীতবস্ত্র উপহার

গত দুই বছরের ন্যায় এবারও আমরা “শীতবস্ত্র উপহার” কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা এই শীতবস্ত্র উপহার কার্যক্রমকে গতানুগতিক ভাবে না করে একটু ভিন্ন আঙ্গিকে করার চেষ্টা করি। এই কাজের স্বচ্ছতা, যথার্থতা এবং মোরাল প্যারেন্টিং এর মূল কন্সেপ্টের সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্টটি এভাবে সাজানো হয়েছেঃ

**  Moral Parenting  এর ভার্সিটি পর্যায়ের মোরাল চিল্ড্রেনরা তাদের নিজ গ্রামের সবচেয়ে দরিদ্র ১০ জনের (শিশু ও বৃদ্ধ) তালিকা আমাদের কাছে পাঠায়।

** প্রাপ্ত প্রপোজালের যথার্থতা যাচায় সাপেক্ষে আমরা সেই প্রজেক্টের জন্য শীতবস্ত্র কেনার জন্য ডোনেশন সংগ্রহ করি।  যারা এরকম উপহার কখনও পাইনি তাদের অগ্রাধিকার দেওয়া হয়।

** একটি প্রজেক্টের জন্য ডোনেশনের পরিমান ৫২০০ টাকা। (কাপড় কেনা ৫০০০ + অন্যান্য খরচ ২০০)।  

** কোন প্রজেক্টে ডোনেশন পেলে তা দিয়ে উক্ত মোরাল চাইল্ড উল্লেখিত মানুষদের পছন্দমত রঙ, সাইজ অনুযায়ী নতুন শীতবস্ত্র কিনে দিবে। সম্ভাব্য ক্ষেত্রে তারা নিজেরা দোকানে গিয়ে নিজেদের কাপড় পছন্দ করে নিবে।

** আপনি যে প্রজেক্টের জন্য টাকা দিবেন সেই মানুষগুলো জানবে যে আপনি এটা তাদের উপহার হিসাবে দিয়েছেন; কোন দান বা অনুগ্রহ নয়।   

** কাজ শেষে মোরাল চাইল্ড তার কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট (বিবরণ, হিসাব,গ্রহিতার ঠিকানা,  ছবি)  দাতার কাছে ইমেইলে পাঠাবে।      

এই প্রজেক্ট মূলত দুটি উদ্দেশ্যে পরিচালিত হয়ঃ এক- প্রকৃত দুস্থ মানুষকে তার জন্য উপযুক্ত শীতের কাপড় উপহার দেওয়া। দুই- আমাদের মোরাল চিলড্রেনদের সামাজিক কাজে উদ্বুদ্ধ করা। 

গত বছর এই কাজ করতে গিয়ে আমাদের মোরাল চিল্ড্রেনরা অনেক মর্মস্পর্শী এবং আনন্দদায়ক ঘটনার সাক্ষি হয়েছিল। আশাকরি এবারও কাজটা সফল ভাবে করতে পারব; এবং কিছু প্রকৃত শীতার্ত-দুস্থ মানুষের উপকার করতে পারব।        আপনি অর্ধেক, এক বা একাধিক গ্রুপকে শীতবস্ত্র উপহার দিতে পারেন; ২৬০০ টাকার গুণিতক যে কোন এমাউন্ট ডোনেট করতে পারেন।