Constitution of Moral Parenting

গঠন তন্ত্র

অনুচ্ছেদ-১ : ভূমিকা

মানবিকতা মানুষের সহজাত প্রবৃত্তি, প্রতিটি বিবেকবান মানুষেরই মানবিক কাজে অংশগ্রহনের ইচ্ছা থাকে; কিন্তু পারিপার্শ্বিকতার চাপে তা সবসময় প্রকাশিত হতে পারে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততা বা মেন্টেনেন্সের ঝামেলার কারনে তা করা হয়ে উঠে না। বিশেষ করে যারা প্রবাসে বসবাস করেন, তাদের দেশের জন্য কাজ করার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র দূরে থাকার কারনে তা করা সম্ভব হয় না। অন্যদিকে, আমাদের চারপাশে এমন অনেক ছেলেমেয়ে আছে যারা ন্যাচারালী খুব মেধাবী কিন্তু শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে অকালে ঝরে যায়। সামান্য কিছু আর্থিক সহায়তা এবং একটু গাইডেন্স পেলে এসব অদম্য মেধাবীরা নিজেদের ভবিষ্যৎ সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। আমরা একটু চেষ্টা করলে এই দুই পক্ষের মধ্যে একটা সেতুবন্ধন প্রতিষ্ঠা করতে পারি। আমরা একটা সংস্থার মাধ্যমে এধরনের ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করে তাদের জন্য বৃত্তি সংগ্রহ করে দিতে পারি।পাশাপাশি এসকল ছাত্রছাত্রীর পড়াশুনার খোঁজখবর রাখা এবং তা নিয়মিত বৃত্তিদাতা কে অবহিত করতে পারি। এভাবে সকলে মিলে আমরা আমাদের সমাজের কিছু সম্ভাবনাময়ছাত্রছাত্রীকে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে পারি। “Unconditional Love Must Return.” আমরা যদি আমাদের নিজ সন্তান লালন পালনের পাশাপাশি এমন একটা শিশু কে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে পারি, তাহলে দুই পক্ষের মধ্যে একটি আত্মিক সম্পর্ক সৃষ্টি হবে; যা একটি সুস্থ, সুন্দর, স্বাভাবিক সমাজ গঠনে অবদান রাখবে। উপরোক্ত উপলব্ধি এর আলোকে কিছু হ্রদয়বান মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত সংস্থাটির নাম Moral Parenting.

অনুচ্ছেদ-২ : সংস্থার নাম

পুরো নামঃ  Moral Parenting

বাংলায়- “মানবিক অভিভাবকত্ব” হিসাবে পরিচিত।

অনুচ্ছেদ-৩ : সংস্থা’র মনোগ্রাম 

অনুচ্ছেদ-৪ Moral Parenting এর সংজ্ঞা এবং সংস্থা’র  স্লোগান 

4.1 Definition: Moral Parenting is a humanity-inspired voluntary movement to extent parental support for underprivileged children.

4.2 Slogan: More Than Charity

অনুচ্ছেদ-৫ : সংস্থা’র প্রকৃতি

Moral Parenting একটি শিক্ষা উন্নয়নমূলক মানবিক সংস্থা। এটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংস্থা যা সমাজ কল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত। এই সংস্থা কখনও কোন রাষ্ট্র/আইন বিরোধী কার্য্যকলাপ অথবা সন্ত্রাস/জঙ্গিবাদ কে প্রশ্রয় দিবে না।

Moral Parenting is an education developmental humanitarian organization. It is nonpolitical, volunteer organization involved in social welfare activities. This organization will never support any activity against the state/law (i.e., terrorism, militancy).

অনুচ্ছেদ – ৬: সমাজের মানুষের কাছে সংস্থা’র আহ্বান

আসুন, একটি মেধাবী ছাত্র/ছাত্রীর পাশে দাঁড়ায় যে তার স্বপ্ন পূরণের জন্য নিরন্তন সংগ্রাম করে যাচ্ছে এবং প্রকৃতির একটি সন্তানের সাথে আজীবনের জন্য আত্মিক সম্পর্ক প্রতিষ্ঠা করি!

Let’s support a meritorious student who is struggling to fulfill his/her dream and establish a spiritual relationship with a child of nature for entire life!

অনুচ্ছেদ – ৭: সংস্থা’র প্রতিষ্ঠাকাল

৭.১ প্রতিষ্ঠাকালঃ ১১ জুলাই, ২০১৬ (ব্যক্তিগত পর্যায়ে কাজ শুরু হয় ২০১০ সালে; তবে, এই দিন থেকে সাংগঠনিক ভাবে কার্যক্রম শুরু হয়)।

অনুচ্ছেদ – ৮: সংস্থা’র লক্ষ্য ও উদ্দেশ্য    

৮.১ লক্ষ্যঃ একটি ‘মানবিক সমাজ’ প্রতিষ্ঠায় অবদান রাখা।

আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি, যেখানে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আর্থিক বা অবস্থানগত বা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের মধ্যে মানবিকতা, আন্তরিকতা এবং কৃতজ্ঞতার উপর ভিত্তি করে একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠবে।

Contribute to build a “Moral Society”.

We dream a society where the people will be connected based on morality, cordialness and gratefulness in spite of their different financial condition or living place or religious belief or other distinction.

৮.২ উদ্দেশ্যঃ

ক)  সমাজের হৃদয়বান মানুষ, যারা সামাজিক কাজে অবদান রাখতে চান কিন্তু নানা সীমাবদ্ধতায় তা করতে পারেন না, তাদের মানবিক কাজে অংশগ্রহণের সুবিধার্থে একটি বিশ্বস্ত প্লাটফর্ম তৈরি  করা।

খ)  দেশের প্রত্যন্ত এলাকার অদম্য মেধাবী ছাত্রছাত্রী, যারা ভবিষ্যৎ স্বপ্ন কে বাচিয়ে রাখতে দরিদ্রতার সাথে নিরন্তর সংগ্রাম করে যাচ্ছে তাদের স্বপ্ন পুরণে সহায়তা করা।

গ)  দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি সংগ্রহ করা এবং তা নির্দিষ্ট নিয়মে বন্টন করা।

ঘ)  ছাত্রছাত্রীদের পড়াশুনায় মনোযোগী হতে উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যতে সৎ ও মানবিক নাগরিক হিসাবে  সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করা।

  1. To develop a reliable platform for the great-hearted people who are eager to take part in humanitarian activity.
  2. To support the invincible students who are struggling against poverty to save their dream of life.
  3. To collect and distribute scholarship for the brilliant students of the poor families of the rural areas.
  4. To encourage the students for becoming an honest and moral citizen by means of education.

অনুচ্ছেদ – ৯: সংস্থা’র কার্যক্রম    

ক) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করা।

খ)  উক্ত তথ্যের ভিত্তিতে ছাত্রছাত্রীদের জীবনের গল্প ও তথ্য www.moralparenting.org ওয়েবসাইটে আপলোড করে তাদের জন্য বৃত্তি আহব্বান করা।

গ) সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন উপায়ে বৃত্তির আবেদন প্রচার করে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি সংগ্রহের চেষ্টা করা।

ঘ) কোন হৃদয়বান ব্যক্তি স্বেচ্ছায় কোন ছাত্রছাত্রীর বৃত্তি প্রদানে আগ্রহী হলে তা সংগ্রহ করে উক্ত ছাত্রছাত্রীকে নির্ধারিত নিয়মে প্রদান করা।

ঙ)  ছাত্রছাত্রী কে বৃত্তি প্রদানের পাশাপাশি তার পড়াশুনার নিয়মিত খোঁজ খবর রাখা এবং আপডেট তার বৃত্তি দাতা কে অবহিত করা।

চ) এছাড়া, বৃত্তি গ্রহীতা এবং বৃত্তি দাতা এর মধ্যে মানবিক সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধ হিসাবে কাজ করা এবং ছাত্রছাত্রীদের সৎ ও মানবিক মানুষ হিসাবে গড়ে উঠতে সম্ভাব্য সব রকম সহযোগিতা করা।

অনুচ্ছেদ – ১০: সংস্থা’র ঠিকানা  

স্থায়ী যোগাযোগঃ   Website: www.moralparenting.org

              Facebook: https://www.facebook.com/MoralParenting/

              Email: [email protected]

              Phone No.: +88 01716544088

 

অনুচ্ছেদ – ১১: সংস্থা’র কার্য এলাকা

প্রাথমিক পর্যায়ে সংস্থাটির কার্যক্রম মাগুরা জেলায় শুরু হয়েছে; পর্যায়ক্রমে, এর কার্যক্রম দেশের অন্যান্য স্থানে সম্প্রসারিত হবে। ভবিষ্যতে Moral Parenting কে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারণের পরিকল্পনা আছে।

অনুচ্ছেদ – ১২: সংস্থার সদস্য পরিচিতি   

     ১২. Moral Parent (মানবিক অভিভাবক): এ সংস্থায় ছাত্রছাত্রীদের বৃত্তি দাতা Moral Parent (মানবিক অভিভাবক) হিসাবে পরিচিত হবেন। যে কোন হৃদয়বান ব্যক্তি স্বপ্রনোদিত হয়ে সমাজের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের সহায়তা করার লক্ষ্যে এই সংস্থার মাধ্যমে বৃত্তি দিতে পারবেন। বৃত্তি প্রদানের জন্য যেমন কাওকে বাধ্য করা হবে না; তেমনি কেও এই প্রকল্পের মাধ্যমে কোন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করে তার প্রতিদান দাবি করতে পারবে না। উভয় পক্ষ হতেই বিষয়টি মানবিক, আত্মপোলব্ধি এবং স্বপ্রণোদিত হতে হবে। Moral Parent হতে কমপক্ষে একজন ছাত্রছাত্রীকে এক বছর বৃত্তি প্রদান করতে হবে।

১২. Moral Child (মানবিক সন্তান): এ সংস্থায় বৃত্তি গ্রহীতা (ছাত্রছাত্রীরা) Moral Child (মানবিক সন্তান) হিসাবে পরিচিত হবে। ৬ষ্ঠ শ্রেনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অধ্যয়নরত অসবচ্ছল পরিবারের মেধাবী (সংস্থা কতৃক নির্ধারিত রেজাল্ট এর অধিকারী) ছাত্রছাত্রী নির্ধারিত ফর্মে বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃত্তি সংগ্রহের উদ্দেশ্যে আবেদনকারী ছাত্রছাত্রীদের তথ্য, ছবি, ভিডিও ইন্টারনেটে ব্যবহার করার অনুমতি থাকবে। একজন ছাত্রছাত্রী তখনই বৃত্তি পাওয়া শুরু করবে যখন কোন ব্যক্তি তাকে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত করবেন। ছাত্রছাত্রীর  অধ্যয়নরত ক্লাশ বিবেচনায় সংস্থা কতৃক নির্ধারিত নিয়মে বৃত্তি প্রদান করা হবে। Moral Parenting এর কনসেপ্ট অনুযায়ী Moral Parent তার Moral Child কে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবেন; তবে, এই ব্যাপারে কোন বাধ্যবাধকতা নেই; যে কোন সময় এই বৃত্তি বন্ধ হয়ে যেতে পারে। সংস্থাটি আশা করে ন্যাচারালী Moral Child তার Moral Parent এর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে; তবে এব্যাপারে তার কোন বাধ্যবাধকতা নেই। ছাত্রছাত্রীরা নিম্নোক্ত প্রতিশ্রুতি এর ভিত্তিতে বৃত্তি গ্রহন করে থাকেঃ

১) বৃত্তির টাকা শুধুমাত্র পড়াশুনার কাজে ব্যয় করব।

২) ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবার পর Moral Parenting এর কনসেপ্টে কমপক্ষে দুই জন ছাত্রছাত্রীকে সাহায্য করব।

৩) নিজেকে সৎ ও মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হবে এবং সমাজের কল্যাণকর কাজে নিয়োজিত হব।

৪) রাষ্ট্র বা সমাজ বিরোধী কার্য্যকলাপ অথবা সন্ত্রাস/জঙ্গিবাদ কে প্রশ্রয় দিব না।

১২.৩ Coordinator (সমন্বয়কারী): এ সংস্থায় বৃত্তি সংগ্রহকারী তথা নিজ প্রকল্প এলাকায় সার্বিক বৃত্তি ব্যবস্থাপনাকারী Coordinator (সমন্বয়কারী) হিসাবে পরিচিত হবে। Moral Parenting কোন ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটি একটি উন্মুক্ত প্লাটফর্ম। এই প্লাটফর্মের অধীনে মানবিক কাজে আগ্রহী যে কোন ব্যক্তি নির্বাহী কমিটির অনুমোদনক্রমে তাঁর এলাকায় একটি প্রকল্প খুলতে পারবেন, তিনি উক্ত প্রকল্পের Coordinator বা সমন্বয়কারী বলে পরিচিত হবেন। অর্থাৎ, তিনি তাঁর এলাকার গরীব-মেধাবী ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ করবেন, তাদের জন্য বৃত্তি সংগ্রহ ও বণ্টন করবেন, তাদের দেখাশুনা করবেন ইত্যাদি। Moral Parenting সংস্থার অধীনে থাকা প্রকল্পগুলো সংস্থার সকল নিয়ম কানুন মেনে চলবে এবং সংস্থা থেকে সকল লজিস্টিক সাপোর্ট নিতে পারবে। Coordinator (সমন্বয়কারী) হতে Moral Parenting এর কনসেপ্ট অনুযায়ী কমপক্ষে তিন (৩) জন ছাত্রছাত্রীর বৃত্তি ব্যবস্থাপনা করতে হবে। Coordinator তাঁর প্রকল্প অংশের সকল কার্যক্রমের জন্য দায়িক্তশীল হবেন এবং একই ভাবে স্বত্বাধিকারীও হবেন ।

১২.৪ Volunteer (স্বেচ্ছাসেবক): মাঠ পর্যায়ে ছাত্রছাত্রীদের তথ্য সংগ্রহ, বৃত্তি বন্টন এবং তাদের পড়াশুনার খোঁজ খবর রাখার কাজে নিয়োজিত ব্যক্তি Volunteer (স্বেচ্ছাসেবক) হিসাবে পরিচিত হবেন। Volunteer সরাসরি ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং আপডেট নির্দিষ্ট সময় পরপর সমন্বয়কারীর মাধ্যমে Moral Parent কে জানাবেন। প্রকল্প এলাকায় বসবাসকারী শিক্ষিত, দায়িত্বশীল এবং সামাজিক কাজে উৎসাহী মানুষকে (শিক্ষকদের অগ্রাধিকার) এই দায়িত্ব দেওয়া হবে। একজন সমন্বয়কারী তাঁর কাজের সুবিধার জন্য স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবক নিয়োগ দিবেন; তবে তা নির্বাহী কমিটি কে অবহিত করতে হবে। একজন ভলেন্টিয়ারের অধীনে ১ থেকে ১০ জন ছাত্রছাত্রী থাকতে পারবে। Moral Parent কতৃক প্রদত্ত অর্থ থেকে তাঁর সম্মতিক্রমে ১০%-১৫% অর্থ Guidance Charge বাবদ কেটে রাখা হবে, যা থেকে নির্ধারিত হারে ভলেন্টিয়ারের সম্মানী দেওয়া হবে।

অনুচ্ছেদ – ১৩: সাংগঠনিক কাঠামো  

সংস্থাটির সাংগঠনিক কার্যক্রম তিনটি স্তরে বিভক্তঃ

১৩.১ সমন্বয় পরিষদ (Coordination Committee)

১৩.২ নির্বাহী পরিষদ (Executive Committee)

১৩.৩ সাধারণ পরিষদ (General Committee)

১৩.১ সমন্বয় পরিষদ (Coordination Committee)

Moral Parenting সংস্থার অধীনে থাকা প্রকল্প সমুহের সমন্বয়কারীগন (Coordinator) সমন্বয় পরিষদের (Coordination Committee) সদস্য হবেন। এই পরিষদ অনেকটা উপদেষ্টা পরিষদের মত কাজ করবে তবে সমন্বয়কারীগন যেহেতু স্ব স্ব প্রকল্প এলাকার বৃত্তি ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করবেন এবং তার স্বত্বাধিকারী হবেন সেহেতু এই পরিষদ নির্বাহী পরিষদের কাজও তদারকি করবে। মূলত, সমন্বয় পরিষদ এবং নির্বাহী পরিষদ একে অন্যের নিকট দায়বদ্ধ থাকবে। যেমন, নতুন Coordinator (সমন্বয়কারী) হতে নির্বাহী পরিষদের অনুমোদন প্রয়োজন হবে; অন্যদিকে, নির্বাহী পরিষদ (Executive Committee), সমন্বয় পরিষদ (Coordination Committee) দ্বারা অনুমোদিত হতে হবে। সমন্বয়কারীগনের মধ্যে যিনি সবচেয়ে বেশী সংখ্যক ছাত্রছাত্রীর বেশী সময় ধরে বৃত্তি ব্যবস্থাপনা করবেন (Moral Children সংখ্যা × বৃত্তি প্রদানের বছর) তিনি Chief Coordinator (প্রধান সমন্বয়কারী) হিসাবে গন্য হবেন।

১৩.২ নির্বাহী পরিষদ (Executive Committee)

Moral Parenting সংস্থার কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করার জন্য সাধারন সভার মাধ্যমে দুই বছরের জন্য সাত থেকে একুশ (৭-২১) বিজোড় সংখ্যার সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ গঠন করা হবে। নির্বাহী পরিষদে একজন ১ জন সভাপতি, ১ জন সম্পাদক, ১ জন কোষাদক্ষ নির্বাচিত হবেন। প্রয়োজন অনুযায়ী অন্য সদস্যদের নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হতে পারে অথবা তারা সাধারন সদস্য হিসাবে সংস্থার কার্যক্রমে সুষ্ঠ ভাবে সম্পাদনে অংশ গ্রহন করবেন। সভাপতির পরামর্শক্রমে সাধারণ সম্পাদক সভা ডাকতে পারবেন। নির্বাহী পরিষদ একাউন্ট ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সহ সংস্থার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং তাঁর জন্য দায়বদ্ধ থাকবেন। নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হবার পূর্বে নতুন কমিটি গঠন করতে হবে। যদি কোন কারনে যথাসময়ে কমিটি গঠন না করা যায় সেক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাস পূর্বের কমিটি দায়িত্ব পালন করতে পারবে। তারপরও যদি নতুন কমিটি গঠন করা না হয় তাহলে তা বিলুপ্ত হবে এবং সংস্থার দায়িত্ব সমন্বয় পরিষদের কাছে চলে যাবে।

১৩.৩ সাধারণ পরিষদ (General Committee)

সকল সমন্বয়কারী, নির্বাহী পরিষদের সদস্য, ভলেন্টিয়ার, Moral Parent এবং বিশ্ববিদ্যালয় বা তদুর্ধ পর্যায়ের Moral Child পদাধিকার বলে সাধারন পরিষদের সদস্য বলে বিবেচিত হবেন। এছাড়া সমন্বয় পরিষদ ও নির্বাহী পরিষদের  অনুমোদনক্রমে সমাজের গণ্যমান্য ব্যক্তি সাধারন পরিষদের সদস্য হতে পারবেন। সাধারন পরিষদের সদস্যগন Moral Parenting এর প্রচার ও প্রসারে সহায়তা করবেন এবং সাধারন সভায় যোগদানের মাধ্যমে নির্বাহী পরিষদ নির্বাচন করবেন। প্রধান সমন্বয়কারী বা নির্বাহী পরিষদের সভাপতির সম্মতিক্রমে নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক বা যে কোন সদস্য সাধারণ পরিষদের সভা ডাকতে পারবেন। সভায় উপস্থিত সদস্যগন উক্ত সভা পরিচালনা করার জন্য একজন সভাপতি নিয়োগ করবেন। কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে উক্ত সভায় উপস্থিত সদস্যগনের মতামত বিবেচ্য হবে। তবে, বিশেষ ক্ষেত্রে অনলাইন (ইমেইলের মাধ্যমে) ভোট গ্রহন করা যাবে।

অনুচ্ছেদ ১৪ : সদস্য পদ বাতিল

Moral Parenting এর সমন্বয় পরিষদ ও নির্বাহী পরিষদের কোন সদস্যের সদস্য পদ বাতিল করতে উভয় পরিষদের দুই তৃতীয়াংশ ভোট লাগবে। কোন Moral Parent তার Moral Child এর বৃত্তি প্রদান বন্ধ করলে বা অন্য কোন কারনে ছাত্রছাত্রীর বৃত্তি বাতিল হলে দুজনেরই সাধারণ পরিষদের সদস্য পদ স্থগিত হয়ে যাবে। পুনরায় বৃত্তি প্রদান শুরু হলে আবার তারা সদস্য হতে পারবেন। নিম্নোক্ত কারনে যে কোন সদস্যের সদস্য পদ বাতিল হতে পারেঃ নৈতিক অধঃপতন, মানবিক মূল্যবোধের অবক্ষয়, আর্থিক দুর্নীতি, সংস্থার মূল ধারনা বিরোধী কোন কার্যকলাপে অংশগ্রহন, সমাজ বা রাস্ট্র বিরোধী কোন কার্যকলাপে অংশগ্রহন ইত্যাদি।

অনুচ্ছেদ ১৫ : অর্থ সংগ্রহ, সংরক্ষন ও বন্টন 

১৫.১ অর্থ সংগ্রহ: Moral Parenting এ শুধু মাত্র Moral Parent দের প্রদত্ত বৃত্তি থেকে অর্থ সংগ্রহ করা হবে। তবে বিশেষ প্রয়োজনে নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে সংস্থার কার্যকলাপ পরিচালনার জন্য এককালীন অনুদান গ্রহন করা যেতে পারে। একজন Moral Parent স্বেচ্ছায় তাঁর পছন্দ মত এক বা একাধিক ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করতে পারবেন। এক বছরের বৃত্তি এক বা দুই কিস্তিতে প্রদান করতে পারবেন; এক সাথে এক বছরের অধিক সময়ের জন্য বৃত্তির অর্থ প্রদান নিরুৎসাহিত করা হবে।  Moral Parent দের প্রদত্ত অর্থ থেকে (তাঁকে অবহিত করন সাপেক্ষে) একটি নির্দিষ্ট অংশ (অনধিক ১৫ %) Guidance Charge বাবদ কেটে রাখা হবে। এই অর্থ দিয়ে ছাত্রছাত্রীদের বৃত্তি পাঠানোর খরচ, ভলেন্টিয়ারের সম্মানী এবং সংস্থার অন্যান্য খরচ বহন করা হবে। কোন Moral Parent তার Moral Child কে অতিরিক্ত সাহায্য করতে চাইলে তা অবশ্যই Coordinator কে জানিয়ে করতে হবে।

১৫.২ অর্থ সংরক্ষন: নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাদক্ষের নামে যৌথ ব্যাংক একাউন্ট থাকবে; সভাপতি সহ যে কোন দুই জনের স্বাক্ষরে টাকা তোলা যাবে। সাধারণত দুই মাস পর পর বৃত্তি প্রদানের সময় টাকা তোলা হবে; টাকা তুলতে ডিম্যান্ড পেপারে সংশ্লিষ্ট সমন্বয়কারীর অনুমোদন (সরাসরি বা অনলাইন) লাগবে। অন্য কোন প্রয়োজনে টাকা তুলতে হলে তাতে নির্বাহী পরিষদ এবং সমন্বয় পরিষদের অনুমোদন নিতে হবে।

১৫.৩ অর্থ বণ্টন: প্রতি দুই মাস পর পর ছাত্রছাত্রীদের দুই মাসের বৃত্তি একত্রে দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। একই সময়ে ভলেন্টিয়ারের সম্মানীও প্রদান করা হবে। শিক্ষাস্তর ভিত্তিক বৃত্তির হার এবং ভলেন্টিয়ারের সম্মানী নির্বাহী পরিষদ কতৃক নির্ধারিত হবে। এছাড়া, অন্য কোন খাতে টাকা খরচ করতে নির্বাহী পরিষদ এবং সমন্বয় পরিষদের অনুমোদন নিতে হবে।

অনুচ্ছেদ ১৬ : গঠনতন্ত্রের সংশোধন  

সময়ের প্রয়োজনে এই গঠনতন্ত্রের কোন অংশের সংশোধন করার প্রয়োজন হলে তা নির্বাহী পরিষদ ও সমন্বয় পরিষদের দুই তৃতীয়াংশের অনুমোদন সাপেক্ষে করা যাবে।

অনুচ্ছেদ ১৭ : বিবিধ   

ক) Moral Parenting  এ সকল সম্পর্ক এবং সকল প্রতিশ্রুতি মানবিকতার ভিত্তিতে বিবেচনা করা হবে; এর কোন আইন গত বাধ্যবাধকতা নেই।

খ) সমন্বয়কারীগন সংস্থার স্ব স্ব অংশের (প্রকল্পের) স্বত্বাধিকারী হবেন। সংস্থার অর্থ সংরক্ষন, বিতরণ ও অফিস ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে নির্বাহী পরিষদের উপর। সংস্থার প্রচার, প্রসার, বৃত্তি প্রদান / গ্রহন সহ সার্বিক কার্যক্রমে সহায়তা করবে সাধারণ পরিষদ।

গ) একই ব্যক্তি একাধিক পরিষদের সদস্য হতে পারবেন।

ঘ) সমন্বয়কারী ও নির্বাহী পরিষদের সদস্য গন সংস্থা থেকে সরাসরি কোন বেতন নিতে পারবেন না, তবে সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

ঙ) নির্বাহী পরিষদ তাদের অফিসিয়াল কাজের সুবিধার্থে সমন্বয় পরিষদের অনুমোদনক্রমে বেতনভুক্ত অফিস সহকারী নিয়োগ করতে পারবেন।

চ) প্রতি ২ মাসে নির্বাহী পরিষদের, প্রতি ১ বছরে সাধারণ পরিষদের এবং প্রয়োজন মত সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে।

ছ) কোন কারনে সভা ডাকা সম্ভব না হলে বা কোন সদস্য যুক্তিসংগত কারনে কোন সভায় উপস্থিত হতে না পারলে তিনি অনলাইনে তিনি তার মতামত দিতে পারবেন। ইমেইল ব্যবহার করে লিখিত মতামত/ ভোট দেওয়া যাবে।

জ) বিশেষ ভাবে উল্লেখ না থাকলে কোন বিষয়ে ভোটাভুটির ক্ষেত্রে সংখ্যাগরিষ্টতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

ঝ) সমন্বয় পরিষদ ও নির্বাহী পরিষদের কোন সভার কোরাম পূর্ণ হতে দুই তৃতীয়াংশ সদস্য উপস্থিত (সশরীরে বা অনলাইনে) হতে হবে।

              ————————————