মোজাম্মেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র, ওর ব্যাচের মধ্যে ওর পজিশন ২য়। এ বছর গণিত অলিপিয়ারডে ঢাকা (উত্তর) জেলায় ৩য় স্থান অধিকার করেছে। অদম্য মেধাবী এই ছেলেটির জীবন সংগ্রাম শুরু হয়েছে সেই ছোট বেলা থেকে। কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার অতিদরিদ্র পরিবারে জন্ম ওর।
দিনমুজুর বাবার সামান্য আয়ে সংসার-ই ঠিক মত চলেনা, সেখানে পড়াশুনা করা তো বিলাসিতা! কিন্তু ছোটবেলা থেকে পড়াশুনার প্রতি ওর প্রচন্ড ঝোক; তাই নিজেই পরিশ্রম করে পড়াশুনার খরচ চালাতে থাকে। চায়ের দোকানে, ধানের ক্ষেতে, চালের চাতালে কাজ করে তার ফাঁকে ফাঁকে পড়াশুনাটা চালিয়ে নিতে থাকে।
পরিশ্রমের কাজ করতে গিয়ে দুবছর তাকে পড়াশুনা থেকে বাইরেও থাকতে হয়েছে। এভাবেই সংগ্রাম করে গ্রামের স্কুল-কলেজ থেকে SSC, HSC তে GPA-5 পেয়ে উত্তীর্ণ হয়।
কোনরকম কোচিং করা ছাড়া মাত্র ২/৩ টি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারে ও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাল বিষয়ে চান্স পেয়েও সময় মত টাকা জোগাড় করতে না পারার কারনে ভর্তি হতে পারেনি। পরে জাহাঙ্গীরনগর এসে ভর্তি হয়। এখানে এসে ওর সংগ্রাম আরো বেড়েছে। ওর ছোট বোনও পড়াশুনায় খুব ভাল, তাই নিজের কাছে নিয়ে এসে কলেজে ভর্তি করে দিয়েছে। এখন দু’জনের খরচ-ই ওকে চালাতে হয়।
Moral Parenting এর বৃত্তি আর টিউশনির উপর নির্ভর করে চলছে ওদের পড়াশুনা। অতিরিক্ত পরিশ্রমের জন্য ওর পড়াশুনার ক্ষতি হয়, শরীরের উপরও কিছুটা প্রভাব পড়েছে; কিন্তু ওর স্মারটনেস, দৃঢ় মনোবল আর দৃপ্ত দৃষ্টি সব কিছুকে হার মানিয়েছে। ওর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার, এই স্বপ্ন পুরনে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মোজাম্মেজ এর Moral Parent ডঃ ফেরদাউসী, উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক । আমরা মোজাম্মেলের সংগ্রামে কিছুটা সাথি হতে পেরে গর্বিত।