ভাঙ্গা ঘরে ‘জ্যোতি’ ছড়াচ্ছে জ্যোতি !!
২০১০ সালে তিনটি কন্যা সন্তান রেখে মারা যান জ্যোতির বাবা। বাবা মারা যাবার পর সব যেন কেমন এলোমেলো হয়ে গেল; দাদা-চাচা রা তেমন খোঁজ খবর নেন না। জ্যোতিরা থাকে নানা বাড়ীতে; নানাদের অবস্থাও নুন আনতে পান্তা ফুরায়।

মা প্রাণান্তকর পরিশ্রম করে যাচ্ছেন মেয়ে গুলোকে আলোর মুখ দেখাতে। বড় মেয়ে হিসাবে মায়ের পরিশ্রম তার উপরও কিছুটা এসে পড়ে। এত কিছুর পরও জ্যোতি দমে যায়নি, ক্লাশে রোল-১ তার হওয়া চাই ই চাই। এবার SSC পরীক্ষায় সে তার পরিশ্রমের প্রতিদান পেয়েছে। সকল বিষয়ে A+, মানে গোল্ডেন A+ পেয়েছে।


জ্যোতির স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে, মায়ের মুখে হাসি ফুটাবে। জ্যোতির স্বপ্ন পূরণে আমরা Moral Parenting Trust সব সময় পাশে থাকব ইনশাআল্লাহ! জ্যোতি’র Moral Parent বিমান বাহিনীর একজন অফিসার। জ্যোতির মতো এমন অসংখ্য অদম্য মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়তা করতে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন।